অসুস্থ হামিদা খাতুনকে হুইল চেয়ার ও ঈদ-সামগ্রী উপহার দিল স্বেচ্ছাসেবক দল
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ড. মো. মফিদুল আলম খান, বারহাট্টা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জিয়া , সোহেল আরমান, মিলন মিঞার র সহযোগিতায় আজ বৃহস্পবার তাকে একটি হুইল চেয়ার এবং ঈদ-সামগ্রী উপহার দেয়া হয়।
প্রথম নিউজ, নেত্রকোনা : মোছাম্মাদ হামিদা খাতুন, স্বামী- মরহুম হাকিম খান, থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোনা। তিনি দীর্ঘদিন জটিল রোগে ভূগছেন। দাড়াতে পারেন না, হাটতে পারেন না, বিশেষ প্রয়োজনে বসেবসে, হামাগুড়ি দিয়ে চলাফেরা করেন। অধিকাংশ সময় ঘরের মধ্যেই থাকেন। তিনি অত্যন্ত গরীব। অর্থাভাবে চিকিৎসা করতে পারছেন না। তার ছেলে মামুন ভ্যান চালানোর রোজগার দিয়ে অসুস্থ মা, তিন সন্তান, স্ত্রী নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছেন। সহযোগিতা করেন রাশেদা ওয়াহিদ মুক্তা, জান্নাতুল বাকের নন্দন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ড. মো. মফিদুল আলম খান, বারহাট্টা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জিয়া , সোহেল আরমান, মিলন মিঞার র সহযোগিতায় আজ বৃহস্পবার তাকে একটি হুইল চেয়ার এবং ঈদ-সামগ্রী উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- আব্দুল্লাহ আল মামুন, আহবায়ক, বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদল, আতিকুর রহমান (সাবেক ইউপি সদস্য), আব্দুল লতিফ, বাচ্চু মিঞা, নূর ইসলাম, মাইন উদ্দিন, নূরজাহান খানম (সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য)।
এছাড়াও অতি-সম্প্রতি ড. মো. মফিদুল আলম খান বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির মরহুম নেতৃবৃন্দদের কবর জিয়ারত এবং বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।
৪নং আসমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মরহুম মো. আবু (মেম্বার), ৭নং রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মরহুম জজমিঞা, ১নং বাউসি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মরহুম ইসমাইল হোসেন সিরাজী, ৩নং বারহাট্টা ইউনিয়ন, বারহাট্টা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, (প্রথম উপজেলা চেয়ারম্যান) আব্দুল কাদির খান, ৬নং সিংধা ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, (গ্রাম সরকার প্রধান) মরহুম মহরম আলী, ২নং সাওতা ইউনিয়ন, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, মরহুম জয়নাল আবেদীন এর কবর জিয়ারত করেন।
এসময় তার সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির আহবায়ক/সভাপতি, সাধারণ সম্পাদক/সদস্য সচিব; থানা বিএনপির যুগ্ম-আহবায়ক; থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক; যুবদলের যুগ্ম-আহবায়ক, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews