অর্থনীতির প্রসারে কমনওয়েলথের সহযোগিতা চান পরিকল্পনামন্ত্রী
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামে এক আলোচনায় তিনি বলেন, বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা রয়েছে বিশেষ করে ওষুধ শিল্পে এই সম্ভাবনা রয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের অর্থনৈতিক সুফল অর্জনে কমনওয়েলথ দেশগুলো থেকে বিনিয়োগ চান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামে এক আলোচনায় তিনি বলেন, বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা রয়েছে বিশেষ করে ওষুধ শিল্পে এই সম্ভাবনা রয়েছে।
কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) সহযোগিতায় বাংলাদেশ প্রথমবারের মতো সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেসমেন্ট ফোরামের উদ্বোধন করেছেন।
সম্মেলনের সমাপনী দিনে ‘বিনিয়োগ আকর্ষণে কমনওয়েলথ দক্ষতা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশে চমৎকার বিনিয়োগের পরিবেশ আছে। বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আসুন বিনিয়োগ করুন। আমাদের আইন অনুযায়ী ব্যবসা করুন।
মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে মূল্যস্ফীতি বেড়েছে। সরকার ইতিপূর্বে তা কমানোর জন্য দরিদ্র মানুষদের স্বল্পমূল্যে চাল, ডাল, তেল দিয়েছে। তবে আশা করি আগামীতে মূল্যস্ফীতি কমবে। আলোচনায় আরও উপস্তিত ছিলেন টোগো সরকারের বিনিয়োগ মন্ত্রী রোজ কাই মিভেডোর, টুভালুর উপ-প্রধানমন্ত্রী কিশানা তৌসি, উগান্ডার মন্ত্রী ফ্রান্সিস মিবিসা, বিডা নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন প্রমুখ।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জি ফাউন্ডেশন সম্মেলনের অংশীদার। দুই দিনব্যাপী সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ১৩ জন মন্ত্রীসহ ৩০০ জনের বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। কমনওয়েলথ নামে পরিচিত কমনওয়েলথ অব নেশনস ৫৬টি সদস্য রাষ্ট্রের একটি আন্তর্জাতিক সংস্থা, যার বেশির ভাগই ব্রিটিশ সাম্রাজ্যের প্রাক্তন অঞ্চল।