জয়পুরহাটে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
প্রথম নিউজ, জয়পুরহাট : জয়পুরহাটে পৃথক দুটি মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক আব্বাস উদ্দীন মৃত্যুদণ্ড এবং অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক নুরুল ইসলাম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া উভয় মামলায় প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মৃতদণ্ডপ্রাপ্ত আসামি আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের সাহাবুল ইসলামের ছেলে সাজাদুল ইসলাম (৩৮)।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো– পাঁচবিবি উপজেলার উত্তর গোপালগ্রামের মৃত বাবর মণ্ডলের ছেলে রব্বুল মণ্ডল, গোলাম মোস্তফার ছেলে রিপন মিয়া ও ফজলুলের ছেলে মাহাবুল। তাদের মধ্যে রব্বুল ও রিপন পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের মেয়ে রুপালি (১৬) গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ি থেকে কিছু দূরে তুলশীগঙ্গা নদীর ধারে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল জলিল ২০০৯ সালের ৫ মে বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে আক্কেলপুর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পর্যায়ক্রমে এস আই আকরাম হোসেন, মোজাফফর হোসেন, সেলিম মালিক ও আমজাদ হোসেনসহ সর্বশেষ নুরুন্নবী ২০১১ সালে ১৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
অন্যদিকে, ২০২১ সালের ২২ এপ্রিল পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রাম থেকে ১৪৫০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৭০ বোতল বোতল ফেনসিডিলসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মামলার সরকারিপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল, উদয় সিংহ এপিপি। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন রাব্বিউল হাসান মোনেম ও বিমান চন্দ্র বসাক।