প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহৃত ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে অপহরণ মামলার মূল অভিযুক্ত মো. বিশালকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিশাল ওই এলাকার মৃত আলমের ছেলে।
বুধবার (২ জুলাই) সকালে র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল অভিযুক্ত যুবক। আত্মীয়তার সুবাদে সে নিয়মিত ওই কিশোরীর বাড়িতে যাতায়াত করত। তবে প্রস্তাবে রাজি না হওয়ায় ২৪ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে থেকে বিশাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপহরণকারীরা স্কুলছাত্রীকে ফেরত না দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ২৬ জুন কাটাখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র্যাব-৫-এর একটি দল অভিযানে নামে। অভিযানে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণের মূলহোতা বিশালকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।