অবশেষে সেই কাঙ্ক্ষিত ক্ষেপণাস্ত্র পেল ইউক্রেন

অবশেষে সেই কাঙ্ক্ষিত ক্ষেপণাস্ত্র পেল ইউক্রেন

প্রথম নিউজ, ডেস্ক : অবশেষে সেই অত্যাধুনিক লেপার্ড-১ ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে। এ চালানে রয়েছে ১০টি ট্যাংক। এসব ট্যাংক দিয়েছে ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডস। 

শুক্রবার ডেনমার্কের সশস্ত্র বাহিনী এ কথা নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

গত ফেব্রুয়ারি মাসে ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডস ঘোষণা দিয়েছিল— ‘আগামী কয়েক মাসের মধ্যে’ ইউক্রেনকে ১০০টি লেপার্ড ট্যাংক দেওয়া হবে। এসব ট্যাংক জার্মানির তৈরি।

ডেনমার্কের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম ১০টি ট্যাংকের চালান ইউক্রেনে পৌঁছেছে এবং আরও ট্যাংক ইউক্রেনের পথে রয়েছে।

লেপার্ড-১ ট্যাংক ব্যবহারে ইউক্রেনের বাহিনীকে প্রশিক্ষণ দিতে ডেনমার্কের সেনারা জার্মানিতে রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ডেনমার্কের লেপার্ড-১ এ৫ ট্যাংকগুলো ২০০৫ সাল পর্যন্ত ব্যবহার করত। ১৯৯৭ সালে দেশটি ৫১টি লেপার্ড-২এ৪ ট্যাংক কেনে এবং পুরনো লেপার্ড-১ এ৫-এর ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করে দেয়।