অফিসে ঝুলছিল বৈজ্ঞানিক কর্মকর্তার মরদেহ
প্রথম নিউজ, ফরিদপুর : ফরিদপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কে এম গোলাম মোস্তফা (৪৩) নামের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ের নিজ অফিসকক্ষের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কে এম গোলাম মোস্তফা ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকার মোরশেদ আলি খানের ছেলে।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কে এম গোলাম মোস্তফা ফরিদপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আজ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা মোস্তফাকে তার নিজ অফিসকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।