অধিনায়ক তামিমের সাফল্যের রহস্য জানালেন মিরাজ

মাশরাফি বিন মুর্তজা পরবর্তীতে বাংলাদেশ ওয়ানডে দলের হাল ধরেন তামিম ইকবাল

 অধিনায়ক তামিমের সাফল্যের রহস্য জানালেন মিরাজ
অধিনায়ক তামিমের সাফল্যের রহস্য জানালেন মিরাজ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : মাশরাফি বিন মুর্তজা পরবর্তীতে বাংলাদেশ ওয়ানডে দলের হাল ধরেন তামিম ইকবাল। তামিমকে নেতৃত্বে বসানো নিয়ে আলোচনা হয়েছিল ঢের। পক্ষের থেকে বিপক্ষে মতামতের পাল্লাটাই ভারি ছিল। তবে ২০২০ সালের মার্চে দায়িত্ব নিয়ে নিজের নেতৃত্বগুণে মুগ্ধ করে চলেছেন তামিম। পঞ্চাশ ওভারের ফরম্যাটে বাংলাদেশকে এনে দিয়েছেন দারুণ সফলতা। অধিনায়কের এমন সফলতার রহস্য জানালেন সতীর্থ মেহেদী হাসান মিরাজ।

গায়ানায় উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে মিরাজ বলেন, ‘তামিম ভাই অনেক ভালো অধিনায়কত্ব করছেন এবং ভালো সফলতা পাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে গিয়ে আমরা সিরিজ জিতেছি।’ 

মিরাজ আরও যোগ করেন, ‘সব মিলিয়ে সম্প্রতি ৪টা-৫টার মতো সিরিজ জিতেছি তামিম ভাইয়ের অধিনায়কত্বে। খুবই ভালো করছেন। সব থেকে বড় কথা তাকে সবাই সমর্থন করছেন পেছন থেকে। ফিল্ডার বলেন, ব্যাটিং বলেন, বোলিং বলেন সবাই তাকে অনেক সমর্থন করছে, এজন্য কাজটা সহজ হয়ে যাচ্ছে।’

তামিম নতুন করে ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর যে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ শেষ করেছেন, তার ৫টি জিতেছে বাংলাদেশ। শুধু ফল পক্ষে আসেনি নিউজিল্যান্ডে। এবার ক্যারিবীয় সফরে আরো একটি সিরিজ জয়ের দোরগোড়ায় টাইগাররা। ২০২০ সালে পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর তামিমের নেতৃত্বে ১৯টি ওয়ানডে খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে জয় এসেছে ১৩ ম্যাচে। 

তামিমের নেতৃত্বে ওয়ানডে সুপার লিগেও শক্ত অবস্থানে বাংলাদেশ। ১৮ ম্যাচে ১২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। তাতে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ২০২৩ সালে বসতে যাওয়া ভারত বিশ্বকাপের সরাসরি পর্বে খেলা। যদিও চলমান ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজটি সুপার লিগের অংশ নয়। তবে তামিমের সফলতায় অর্জন যোগ করবে জয়গুলো।

এজন্য দলের সবাই মিলে তামিমকে সমর্থন দিচ্ছে বলে জানালেন মিরাজ, ‘সবাই যদি যার যার রোলটা ভালোভাবে পালন করতে পারে তাহলে অধিনায়কের জন্য কাজটা সহজ হয়। আমরা যারা খেলোয়াড় আছি তারা পেছন থেকে সাপোর্ট করছি, চেষ্টা করছি যেন যার যার রোলটা ভালোভাবে পালন করা যায়।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom