অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে পুলিশসহ নিহত ২
শুক্রবার বিকাল তিনটার দিকে জেলা সদরের ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, নেত্রকোণা: নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুইজন মারা গেছেন। শুক্রবার বিকাল তিনটার দিকে জেলা সদরের ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও চার যাত্রী গুরুতর আহত হন। পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবল আজিজুল হাকিম ও শম্ভগঞ্জের ফারুক মিয়া ঘটনাস্থলেই মারা যান। এসময় সিএনজিতে থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ লুৎফুর রহমান পুলিশ সদস্যসহ দুইজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ কনস্টেবল আজিজুল হাকিম সাতদিনের ছুটি পেয়ে নিজ বাড়ি ময়মনসিংহের ত্রিশালে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান।