লোকসভার আগেই অস্বস্তি, সংকটে ‘ইন্ডিয়া’

জোট ছেড়ে যে কোনো মুহূর্তেই যোগ দিতে পারেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে।

লোকসভার আগেই অস্বস্তি, সংকটে ‘ইন্ডিয়া’

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বড় সংকটের মুখে ‘ইন্ডিয়া’ জোট। আসন ভাগাভাগি দ্বন্দ্বে দুদিন আগেই জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার শোনা যাচ্ছে বিচারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নাম। জোট ছেড়ে যে কোনো মুহূর্তেই যোগ দিতে পারেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে। আর যদি সত্যি এমন ঘটনা ঘটে তাহলে আসন্ন লোকসভা নির্বাচনের ঠিক আগে এটাই হবে জোটের সবচেয়ে বড় বিপর্যয়। নিতীশ এনডিএতে ফিরলে বিহারে নরেন্দ্র মোদি সরকারের জয় প্রায় নিশ্চিত। গত লোকসভা নির্বাচনে এনডিএ জোট ৪০টির মধ্যে ৩৯টি আসনে জয়লাভ করেছিল। এনডিটিভি।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের বেত্তিয়া থেকে রাজনৈতিক শোভাযাত্রা শুরু করতে পারেন। সেখানে মোদির পাশে নিতীশকেও দেখা যেতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দলের সব বিধায়ককে পাটনায় ডেকে পাঠিয়েছেন নিতীশ। এরই মাঝে কংগ্রেস সভাপতি মলি­কার্জুন খাড়গে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের নেত্রী পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে রাজ্যে আসন ভাগাভাগি নিয়ে অচলাবস্থা কাটাতে বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন।

বিজেপিবিরোধী দলগুলো মিলে গত বছর গঠন করেছিল ‘আইএনডিআইএ’ বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স জোট। মাত্র দুদিন আগেই এই জোটের সঙ্গে লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই না করার ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি ও অরবিন্দ কেজরিওয়াল।

বুধবার মমতার এক ঘোষণায়ই রক্তচাপ বেড়ে যায় কংগ্রেসের। মমতা সাফ জানিয়ে দিয়েছিলেন, বাংলায় ভারতের কোনো আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা চান না তিনি। পাশাপাশি তিনি এও ঘোষণা করেন টিএমসি রাজ্যে লোকসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে ‘আসন ভাগাভাগির বিষয়ে বিকল্প পথ খুঁজতে বৃহস্পতিবার খড়গে মমতার সঙ্গে কথা বলেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি কংগ্রেসের এই সিনিয়র নেতা। শুধু জানিয়েছেন, মমতার পাশাপাশি ইন্ডিয়া জোটের উদ্দেশ্য একই! বাংলায় এবং বাংলার বাইরে বিজেপিকে পরাজিত করা।