৯ মাসে এডিপি বাস্তবায়ন ৪৫.৫৬ শতাংশ

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য মতে, চলতি অর্থবছরের মার্চ মাসে ব্যয় হয়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ।

৯ মাসে এডিপি বাস্তবায়ন ৪৫.৫৬ শতাংশ

প্রথম নিউজ, ঢাকা: চলতি অর্থবছরের (২০২১-২২) ৯ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৪৫ দশমিক ৫৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে; যা বিগত অর্থ বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬৪ শতাংশ।

আজ মঙ্গলবার একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানুয়ারি-মার্চ সময়কালের এডিপি বাস্তবায়নের তথ্য তুলে ধরেন। তিনি জানান, চলতি অর্থবছরের মোট এডিপি ২ লাখ ১৭ হাজার ১৭৫ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দের বিপরীতে মার্চ পর্যন্ত খরচ হয়েছে ৯৮ হাজার ৯৩৪ কোটি ৯২ লাখ টাকা। আগের অর্থবছরে ২ লাখ ৯ হাজার ২৭১ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দের বিপরীতে একই সময়ে খরচ হয়েছিল ৮৭ হাজার ৮৩৫ কোটি ৫১ লাখ টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য মতে, চলতি অর্থবছরের মার্চ মাসে ব্যয় হয়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom