৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডস পেলেন যারা

 ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডস পেলেন যারা
৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডস পেলেন যারা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (৪ এপ্রিল) ভোরে জমকালো আয়োজনে প্রদান করা হয়েছে এই পুরস্কার। সংগীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার প্রদান করা হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনায়।

এ বছর সর্বোচ্চ পাঁচটি বিভাগে গ্র্যামি জিতেছেন মার্কিন সংগীতশিল্পী জন ব্যাটিস্ট। তার ‘উই আর’ অ্যালবামটি পেয়েছে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার। এবারের আসরে সেরা গান হয়েছে সিল্ক সনিক ব্যান্ডের ‘লিভ দ্য ডোর ওপেন’।

গ্র্যামি প্রদানের অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন কমেডিয়ান ট্রেভর নোয়া। এক নজরে জেনে নেওয়া যাক কে কোন বিভাগে গ্র্যামি জিতেছেন…

রেকর্ড অব দ্য ইয়ার: লিভ দ্য ডোর ওপেন (সিল্ক সনিক ব্যান্ড)

অ্যালবাম অব দ্য ইয়ার: উই আর (জন ব্যাটিস্ট)

সং অব দ্য ইয়ার: লিভ দ্য ডোর ওপেন (সিল্ক সনিক ব্যান্ড)

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom