৫ বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার আর নেই

ফুটবলের বর্ণাঢ্য ইতিহাসের অংশ মেক্সিকোর সাবেক গোলরক্ষক অ্যান্তোনিও কারবাহাল

৫ বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার আর নেই

প্রথম নিউজ, ডেস্ক :  ফুটবলের বর্ণাঢ্য ইতিহাসের অংশ মেক্সিকোর সাবেক গোলরক্ষক অ্যান্তোনিও কারবাহাল। প্রথম ফুটবলার হিসেবে ৫টি ওয়ার্ল্ডকাপ খেলে রেকর্ডবুকে নাম তুলেছিলেন তিনি। ইতিহাসগড়া এই গোলকিপার পরলোকগমন করেছেন। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন ৯৩ বছর বয়সী কারবাহাল।

বেশ কিছুদিন ধরে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন অ্যান্তোনিও কারবাহাল। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয় তাকে। সেখান থেকে আর ফেরা হলো না। কারবাহালের মৃত্যুর খবর নিশ্চিত করে মেক্সিকান ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ‘৯৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অ্যান্তোনিও লা টোটা কারবাহাল। তার মৃত্যুতে মেক্সিকান ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। একজন জাতীয় ফুটবল কিংবদন্তি, যিনি পাঁচটি বিশ্বকাপ খেলা প্রথম খেলোয়াড় হিসেবে চির স্মরণীয় হয়ে থাকবেন।’

১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপ দিয়ে শুরু। ওই আসরের সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন অ্যান্তোনিও কারবাহাল।