৫ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১০ বছর

৫ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১০ বছর

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারায় মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রেজাউল করিম মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া ও সরেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চুন্নাপাড়া গ্রামের বদরুজ্জামানের পুত্র মো. ইসমাইল ও উত্তর সরেঙ্গা গ্রামের মো. মুসার পুত্র আবদুর নুর। তারা দশ বছর ধরে পলাতক ছিল। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি সোহেল আহম্মদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৯০ সানে টেকনাফ থানার একটি মাদক মামলায় আদালত ৫ বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলে তারা বিগত ১০ বছর পলাতক ছিল।