৫ দিন পর অগ্নিদগ্ধ আয়মানের মৃত্যু

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০) মারা গেছে। জুমার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। একই দিন সকাল পৗনে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
নিহত আয়মান শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের ইসমাইল হোসেন বাপ্পির মেয়ে। আয়মানের শরীরের প্রায় ৬৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে জানা যায়। শুক্রবার এশার নামাজের পর আয়মানের দ্বিতীয় জানাজা গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মাহাতাজ হাওলাদার। পরিবার সূত্রে জানা গেছে, আয়মানের বাবা বাপ্পি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। উত্তরায় নিজ বাড়িতে স্ত্রী ও ৩ কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন তিনি।
আয়মানের চাচাতো ভাই মাহাতাজ হাওলাদার ও প্রতিবেশীরা বলেন, আয়মান ছিল অত্যন্ত মেধাবী ছাত্রী। কিন্তু আগুনে পুড়ে পরিবার ও তার স্বপ্ন পুরো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ আয়মানের মা-বাবার মতো অন্য কারো বুক খালি না করুক এটাই চাই।