৩ বিভাগে বইছে শৈত্যপ্রবাহ  

রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ

 ৩ বিভাগে বইছে শৈত্যপ্রবাহ   
 ৩ বিভাগে বইছে শৈত্যপ্রবাহ  

প্রথম নিউজ, ঢাকা : রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

একদিন আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। তবে, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের মতো আজকেও ১৪ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। মঙ্গলবার সকালে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টিসহ চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল।

বুধবার (১৮ জানুয়ারি) মৌলভীবাজার জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: