২২ বছর পর রূপগঞ্জের আফতাব চেয়ারম্যান হত্যা মামলার রায়ে ২ জনের যাবজ্জীবন

আজ রবিবার (৬ আগষ্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জ এর বিচারক শাম্মী আক্তার এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, আবুল কালাম ও নূর মোহাম্মদ।

২২ বছর পর রূপগঞ্জের আফতাব চেয়ারম্যান হত্যা মামলার রায়ে ২ জনের যাবজ্জীবন

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলায় ২২ বছর পর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রবিবার (৬ আগষ্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জ এর বিচারক শাম্মী আক্তার এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, আবুল কালাম ও নূর মোহাম্মদ।

এছাড়া নূর মোহাম্মদকে এক লক্ষ্য টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। এ রায়ে ১৫ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায়ের সময়ে আবুল কালাম আদালতে অনুপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালতে সাক্ষ্যর দীর্ঘ শুনানি, যুক্তি তর্ক শেষে দুইজনের যাব্বজীবন সাজার আদেশ দেয়া হয়েছে। সেই সাথে ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
২০০১ সালের ১৪ নভেম্বর রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢাকা থেকে রূপগঞ্জে ফিরে রিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। পথে ইসাখালি গ্রামের ইসলাম হাজীর বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ছেলে সোহেল রানা বাদি হয়ে রূপগঞ্জ থানায় ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন।