২০ বছর পর আবারও ঘর বাঁধলেন লোপেজ-অ্যাফ্লেক!

২০ বছর পর আবারও ঘর বাঁধলেন লোপেজ-অ্যাফ্লেক!
২০ বছর পর আবারও ঘর বাঁধলেন লোপেজ-অ্যাফ্লেক-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সেই ২০ বছরের পুরনো প্রেম আরও একবার ধরা দিয়েছে মার্কিন তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের জীবনে। তারা আবারও বাগদান সেরেছেন।

এ নিয়ে লোপেজ নিজেই একটি ভিডিও বার্তা দিয়েছেন তার ওয়েবসাইট অন দি জেএলও ডট কম এবং অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আর ভিড়িও বার্তার ক্যাপশনে জেনিফার বলেন, আমার একটি উত্তেজনাপূর্ণ এবং বিশেষ গল্প আছে শোনানোর জন্য। খবর এনডিটিভির।

এর আগে জেনিফার লোপেজ ও অ্যাফ্লেকের প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ২০০২ সালে। সেই সম্পর্ক ভেঙে যায় দু বছরেই।

এর পর বেন অ্যাফ্লেক ও জেনিফার গারনার এবং জেনিফার লোপেজ ও মার্ক অ্যানথনি বিয়ে হয়ে।  তাদের সংসার টিকেনি। বিবাহ বিচ্ছেদের পরে দুজনেই ভিন্ন সম্পর্কে জড়ালেও সেগুলো ব্রেকআপ হয়ে যায় গত বছরে। এখন সেই ২০ বছর আগের প্রেমে আবারও এক হয়েছেন এই দুই মার্কিন তারকা।

জেনিফার লোপেজ অনেক গুণের অধিকারী। তিনি একইসঙ্গে গায়িকা, অভিনেত্রী, নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি একজন উদ্যোক্তাও। জেনিফার লোপেজকে শেষ দেখা গিয়েছিল ম্যারি মি ছবিতে। এর পরে তাকে আবার দেখা যাবে অ্যাকশন-কমেডি ছবি শটগান ওয়েডিং-এ। ছবিটিতে জোশ ডুহামেলের বিপরীতে অভিনয় করবেন জেনিফার। এ ছাড়া গত বছরে তিনি নিকি ক্যারো পরিচালিত দ্য মাদারের শুটিংও শুরু করেছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom