১০০ কোটি টাকা নিয়ে চম্পট, ২ জনকে ধরল ডিবি
গ্রেফতারকৃতরা হলো- মো. মনির আহম্মেদ ও মো. সাইফুল ইসলাম। শনিবার দিবাগত রাত গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর কাফরুল থানা এলাকায় আহমেদিয়া ফাইন্যান্স এন্ড কমার্স এমসিএস লিমিটেড নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে বসেন প্রতারক চক্র। গ্রাহকদের প্রতি লাখে ১৫০০ টাকা লভ্যাংশ প্রদানের প্রলোভন দেখায় এবং গ্রাহকরা টাকা জমা রাখার পর কয়েক মাস লভ্যাংশ প্রদান করে।
এভাবে প্রায় ১১০০ গ্রাহক হয়ে যায় প্রতিষ্ঠানটির। সব মিলিয়ে বিনিয়োগের অঙ্কটিও অনেক বড়। শত কোটি টাকা। কিন্তু তাদের কেউই জানতেন না যে প্রতিষ্ঠান এই টাকা হাতিয়ে নিয়ে গ্রাহকদের সাথে যোগাযোগ বন্ধ করে দিবে। শুধু তাই নয় পরবর্তীতে প্রতিষ্ঠানটি বন্ধ করে উধাও হয়ে যায় প্রতারক চক্রটি। আর সটকে পড়ার আগে তারা গ্রাহকদের জমাকৃত টাকা আহমেদিয়া এ্যাপার্টমেন্ট এন্ড বিল্ডার্স এবং ইউরোস্টার হোম এ্যাপ্লায়েন্স নামের কোম্পানিতে সরিয়ে নেয়। পরে ভুক্তভোগীরা কাফরুল থানায় একটি মামলা রুজু করেন। সেই মামলায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মো. মনির আহম্মেদ ও মো. সাইফুল ইসলাম। শনিবার দিবাগত রাত গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ রবিবার (৯ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে এ সংক্রান্তে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, মামলাটি ডিবি'র কাছে আসলে, সেটির তদন্ত শুরু করে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম। মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গুলশান থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।রুজুকৃত মামলায় গ্রেফতারদের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত প্রতারণার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews