হাসপাতাল-অ্যাম্বুলেন্স টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল

এ পর্যন্ত ১৫টি হাসপাতালে হামলা চালানো হয়েছে। ৯টি স্বাস্থ্যসেবাসংক্রান্ত প্রতিষ্ঠানে হামলা চালায় তারা।

হাসপাতাল-অ্যাম্বুলেন্স টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গাজায় এ পর্যন্ত ১২শর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। নিহতদের ভেতর শত শত নারী ও শিশু রয়েছে। চলমান সংকটে ৫ হাজার ৬শরও বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইসরায়েলিরা অ্যাম্বুলেন্স ও হাসপাতালেও নির্বিচারে হামলা চালাচ্ছে। এ পর্যন্ত ১৫টি হাসপাতালে হামলা চালানো হয়েছে। ৯টি স্বাস্থ্যসেবাসংক্রান্ত প্রতিষ্ঠানে হামলা চালায় তারা। হামলা করা এসব দালানের ভেতর রিমাল ক্লিনিক এবং ইন্টারন্যাশনাল আই সেন্টার রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডক্টরস উইথআউট নামের বর্ডার্স নামের চিকিৎসকদের একটি সংগঠন জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১৬ জন চিকিৎসাসেবা জড়িত মানুষকে হত্যা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে ১৮টি অ্যাম্বুলেন্স এবং আটটি চিকিৎসা প্রতিষ্ঠান।

গাজায় সংগঠনটির সমন্বয়কারী চিকিৎসক সোহরাব সাফি বলেন, এটা পরিষ্কার যে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে চিকিৎসাসেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাচ্ছে। তিনি আরও বলেন, কোনোখানে বোমা হামলা হলে সেখানে যখন আমাদের অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে যাচ্ছে তখন সে অ্যাম্বুলেন্সে হামলা চালানো হচ্ছে। এখন অনেকেই ব্যক্তিগত গাড়িতে করে আহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এদিকে এসব হামলার বিষয়ে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষের মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছেন, হামাস যেন যুদ্ধশেষে কোনো হামলা চালাতে সক্ষম না হয় আমরা সে চেষ্টাই করছি।