হারের পর হাস্যোজ্জ্বল সামির রুদ্রমূর্তি দেখল উইন্ডিজরা

হারের পর হাস্যোজ্জ্বল সামির রুদ্রমূর্তি দেখল উইন্ডিজরা

প্রথম নিউজ, ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের সবসময়ই মাঠ ও মাঠের বাইরে উৎফুল্ল এবং কৌতুকপ্রিয় আচরণে দেখা মেলে। কিন্তু বিশ্বকাপের মূল পর্বে উঠতে না পারায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের আর সেই পরিস্থিতি নেই। বর্তমানে সাদা বলের ক্রিকেটে উইন্ডিজদের প্রধান কোচ সাবেক অধিনায়ক ড্যারেন সামি। কিন্তু দলের এমন অবস্থায় তার স্বস্তি হারিয়ে গেছে। তার ওপর জিম্বাবুয়ের কাছে হেরে ক্যারিবিয়ানদের বিশ্বকাপ খেলার স্বপ্ন আরও কঠিন হয়ে পড়েছে। শিষ্যদের বাজে পারফরম্যান্সের কারণে রুদ্রমূর্তি দেখা গেল সর্বদা হাস্যেজ্জ্বল সামির। 

ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তৃতীয় আসরেও তারা ফাইনালে উঠেছিল। অথচ বিশ্ব ক্রিকেটের প্রতাপশালী সেই ইন্ডিজরা এবার ২০২৩ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই অনিশ্চয়তায়। ১০ দলের লড়াই থেকে দুটি দল পাবে বিশ্বকাপের টিকিট। সেই লড়াইয়ে রয়েছে আরেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও। তবে দুই দলের বাছাইপর্বের গ্রুপ ভিন্ন হলেও, জিম্বাবুয়ে ক্যারিবিয়ানদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।

গ্রুপপর্বের ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে সিকান্দার রাজা ও রায়ান বার্লের ফিফটিতে জিম্বাবুয়ে তোলে ২৬৮ রান। লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুইয়ান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ২৩৩ রানে। অথচ তাদের সামনে শেষ ২০ ওভারে সমীকরণ ছিল- ৬ উইকেটে ৯৩ রান। ওয়ানডে ক্রিকেটে যেকোনো উইকেটেই এমন সমীকরণে ব্যাটিং দলই এগিয়ে থাকবে। তবে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সেই সমীকরণ মেলাতে পারেনি শাই হোপের দল। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৫ রানে হেরেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

আরও পড়ুন >> রাজার দাপটে ক্যারিবিয়ানদের হারাল জিম্বাবুয়ে

অবশ্য এই জয়ের আগেই বাছাইপর্বের গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্স নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের। বাদ পড়েছে নেপাল ও যুক্তরাষ্ট্র। তবে জিম্বাবুয়ের কাছে এই হার ভোগাতে পারে ওয়েস্ট ইন্ডিজকে। কারণ, সুপার সিক্সে যোগ হবে গ্রুপ পর্বের প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্ট।


এদিন জিম্বাবুয়েকে জেতানো অলরাউন্ডার সিকান্দার রাজা ব্যাটিংয়ে দুবার লাইফ পান। ১ ও ৭ রানে তার দুটি ক্যাচ হাতছাড়া করে ক্যারিবীয় ফিল্ডাররা। পরবর্তীতে তিনি খেলেন ৫৮ বলে ৬৮ রানের ইনিংস। সব মিলিয়ে এ দিন চারটি ক্যাচ হাতছাড়া করেন ক্যারিবিয়ানরা। এর ৩টিতেই বোলার ছিলেন আলজারি জেসেফ।

আরও পড়ুন >> বিশ্বকাপের দৌড়ে টিকে রইল নেদারল্যান্ড, নেপালের বিদায়

শিষ্যদের এমন বাজে ফিল্ডিংকেই ম্যাচ শেষে দুষেছেন ড্যারেন সামি, ‌‘(ম্যাচ হেরে)…ভীষণ হতাশ। টসের সময় আমাদের চাওয়া পূরণ হয়েছিল, আগে বোলিংই করতে চেয়েছিলাম আমরা। কিন্তু আমরা যদি এরকম ফিল্ডিং করতে থাকি…গত কয়েক ম্যাচ ধরেই আমরা এটা নিয়ে কথা বলছি। প্রতিপক্ষের সেরা ব্যাটারদের যদি এভাবে জীবন দিতে থাকি, এক পর্যায়ে তো ক্রিকেট ঈশ্বর সেটার ফল বুঝিয়ে দেবেনই। আজকে আমাদের সঙ্গে এটাই হয়েছে।’


উইন্ডিজ ক্রিকেটাররা জয়ের জন্য খেলেনি উল্লেখ করে ম্যাচটি জিম্বাবুয়েরই জেতা উচিত বলে মন্তব্য সামির, ‘এই উইকেটে ২৬৯ রানের লক্ষ্য…(তাড়া করা উচিত ছিল)। এই ব্যাপারগুলিই আমরা বদলানোর চেষ্টা করছি। অতীতেও এসব হতে দেখেছি আমরা এবং যে পথ ধরে আমি দলকে এগিয়ে নিয়ে যেতে চাই…আজকের পারফর‌্যান্স ছিল খুবই বাজে। ব্যাপারটি হলো দায়িত্ব নেওয়া এবং আজকে আমরা তা পারিনি। জয় তাই আমাদের প্রাপ্য ছিল না আজ।’

বিশ্বকাপে ওঠা কঠিন হলেও এখনই আশা ছাড়ছেন না এই ক্যারিবীয় কোচ, ‘জয় আমাদের প্রাপ্য ছিল না এবং আজকে আমরা জয়ের জন্য খেলিনি। এখন আমাদের অনেক কাজ করতে হবে। শুরুতে সুপার সিক্সে যেতে হবে এবং প্রতিপক্ষদের সামলানো নিয়ে ভাবতে হবে। আমরা বিশ্বকাপের পথটাকে আরও কঠিন করে তুলেছি। তবে এখনই আমি হাল ছাড়ছি না। ছেলেদের আমি ভালো করার জন্য উৎসাহিত করে যাব।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে জয়ী দল দুটি পয়েন্ট নিয়ে যেতে পারবে সুপার সিক্সে। যদিও তাদের উভয়ই পরের রাউন্ডে ওঠে গেছে।