হামলার শিকার সাংবাদিক শামীমের শারীরিক অবস্থার অবনতি

হামলার শিকার সাংবাদিক শামীমের শারীরিক অবস্থার অবনতি
হামলার শিকার সাংবাদিক শামীমের শারীরিক অবস্থার অবনতি

প্রথম নিউজ, ঢাকা : ঢাকার ধামরাইয়ে সন্ত্রাসী হামলার শিকার দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আধুনিক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

শনিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে রেফার্ডকৃত হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ ফেব্রুয়ারি উপজেলা গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোরা এলাকায় দুটি রাজনৈতিক দলের পাল্টাপাল্টি  কর্মসূচিতে সংবাদ সংগ্রহের জন্য যান।  সেখানে হামলার শিকার হন তিনি। 

এ ব্যাপারে সাংবাদিক শামীম খানের ছেলে মো. ইমরান খান বলেন, বাবার বাম পায়ের হাঁটু, বাম হাত, নাক, কান ও মাথায় প্রচণ্ড ব্যথার কারণে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া হয়েছে। 

তিনি অভিযোগ করেন, পুলিশ মূল অপরাধী কাদের মোল্লাকে বাদ দিয়ে মামলা নিলেও একজন আসামিও গ্রেফতার করেনি। এমনকি ছিনিয়ে নেওয়া টাকা, মোবাইল ফোন, ক্যামেরা ও ল্যাপটপ উদ্ধার করেনি।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি আতিকুর রহমান আতিক জানান, সাংবাদিক শামীম খানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাই তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: