হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ তিন আসামিকে আটক

মঙ্গলবার বিকালে কেএমপির অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক। 

হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ তিন আসামিকে আটক

প্রথম নিউজ, খুলনা: নগরীর লবণচরা থানা এলাকায় সোহাগ পাটোয়ারী (৩৬) নামে এক যুবককে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ তিন আসামিকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। সোহাগ গল্লামারী এলাকার ৪নং কাশেম সড়কের আ. মালেক পাটোয়ারীর ছেলে। মঙ্গলবার বিকালে কেএমপির অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক।  আটকরা হলেন- মো. মালেক (৩৭), মো. সোহাগ (২০) এবং মো. হাসিব।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সোহাগ পাটোয়ারী মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে লবণচরা বাহার সাহেবের বাগান বাড়ির সামনে পৌঁছামাত্র তার ওপর হামলা করা হয়। দুর্বৃত্তকারীরা চাপাতি দিয়ে সোহাগের হাত-পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম গোপন অনুসন্ধান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. মালেককে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গল্লামারী থেকে আটক করে। এছাড়া দুপুর দেড়টার দিকে মো. সোহাগ এবং মো. হাসিবকে আটক করা হয়।

কেএমপি কমিশনার জানান, ভিকটিমের নামে দুটি মামলা এবং মালেক, সোহাগ ও হাসিবের নামে দুটি করে মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন প্রমুখ।