হাতীবান্ধায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের
আব্দুল মতিন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সানিয়াজান ইউনিয়নের সুন্দর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
প্রথম নিউজ, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল মতিন (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সানিয়াজান ইউনিয়নের বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল মতিন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সানিয়াজান ইউনিয়নের সুন্দর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানায়, কয়েকদিনের টানা বর্ষণে ছোট ছোট নদীগুলো পানিতে টইটম্বুর। আব্দুল মতিন কয়েকজনকে সঙ্গে নিয়ে মাছ ধরতে যান। এ সময় ঝড় বাতাসের সঙ্গে বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়। ভিজে বাড়ি যাওয়ার পথে আকস্মিক বজ্রপাতে আব্দুল মতিন আহত হন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
সানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পর কৃষক আব্দুল মতিনের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়েছি। সকালে তাকে দাফন করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews