সড়কে চাচা-ভাতিজিসহ ৯ জনের প্রাণহানি

সড়কে চাচা-ভাতিজিসহ ৯ জনের প্রাণহানি
সড়কে চাচা-ভাতিজিসহ ৯ জনের প্রাণহানি

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজিসহ ৯ জন নিহত হয়েছেন। এরমধ্যে বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে চাচা-ভাতিজি ও মানিকগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া নরসিংদীর বেলাব, টাঙ্গাইলের সখীপুর, ময়মনসিংহের ইশ্বরগঞ্জ ও বরিশালের আগৈলঝাড়ায় সড়কে একজন করে মারা গেছেন। ব্যুরো ও প্রতিনিধিদের খবর-

বগুড়া : সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী ইয়াসিন আলী (৭২) নামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা গ্রামে সারিয়াকান্দি-ধুনট সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখেন। নিহত ইয়াসিন সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের চর ডোমকান্দি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, ট্রাক জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চাচা-ভাতিজি নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার দামোধরতপী-নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টিটু মিয়া ও তার ভাতিজি রূপা বেগম (১১)। তাদের বাড়ি দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীরগর গ্রামে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ : সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের অনন্তপুর এলাকায় কাটিগ্রাম-আটিগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আটিগ্রামের মাসুদ হোসেনের মেয়ে মারুফা আক্তার (৩) ও চরবিরাটি গ্রামের মৃত চান মিয়ার স্ত্রী রহিমা বেগম (৮০)।

বেলাব (নরসিংদী) : বেলাবতে গাড়িচাপায় তানভীর (১০) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আদিবা (৮) নামের এক কিশোরী। নিহত তানভীর উপজেলার বিন্নবাইদ ইউনিয়নের চরলতিফপুর (লুহাজুরির চক) গ্রামের আলম মিয়ার ছেলে।

সখীপুর (টাঙ্গাইল) : সখীপুরে সড়ক দুর্ঘটনায় শাহীন (২২) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সখীপুর-সাগরদীঘি সড়কের সাবেদের চালায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন সখীপুর পৌরসভার মিলপাড়ার হাফিজ উদ্দিনের ছেলে। এ সময় ওই প্রাইভেটকারে থাকা ছানোয়ার হোসেন নামে একজন গুরুতর আহত হয়েছেন।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল মান্নান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের হারুয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

আগৈলঝাড়া (বরিশাল) : বৃহস্পতিবার বিকালে উপজেলার ফুল্লশ্রী বাইপাসে যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হেলপার রাকিব সরদার গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের সিরাজুল সরদারের ছেলে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom