সিলেট হাসপাতালে অ্যাম্বুলেন্সচাপায় রোগী নিহত

হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালিক মৌলভীবাজার সদর থানার বাউলবাগ গ্রামের বাসিন্দা।

সিলেট হাসপাতালে অ্যাম্বুলেন্সচাপায় রোগী নিহত

প্রথম নিউজ, সিলেট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সের চাপায় আব্দুল মালিক (৬৫) নামের এক রোগী নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালিক মৌলভীবাজার সদর থানার বাউলবাগ গ্রামের বাসিন্দা।

ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. জয়নাল আহমদ বলেন, গত দুদিন আগে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন আব্দুল মালিক। বাইরে থেকে একটি পরীক্ষা করানোর জন্য সোমবার দুপুর সোয়া ২টার তাকে নিয়ে স্বজনরা হাসপাতালের নিচে নামেন। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে একটি গাছের নিচে দাঁড় করিয়ে তারা গাড়ি আনতে যান। এ সময় একটি অ্যাম্বুলেন্স পেছনের দিকে নিয়ে ঘুরানোর সময় আব্দুল মালিককে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সটি ‘আল মদিনা অ্যাম্বুলেন্স সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন চালকের সহকারী সজিব আহমদ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের  বলেন, অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স চালকের সহকারী সজিব আহমদ পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom