সরকার খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না: রিজভী
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তি দাবিতে রাজধানীতে বিশাল বিক্ষোভ করে মজনু মুক্তি পরিষদ। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ সহস্রাধিক নেতাকর্মী। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে ফকিরাপুল ঘুরে আবার নয়াপল্টনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নির্দেশে সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। এখন তাঁকে হত্যার উদ্দেশ্য বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তাঁকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়া ও রফিকুল আলম মজনুসহ সকল রাজবন্দির মুক্তি দাবি করেন।