সুযোগ পেলেই জনগণ ভোটের মাধ্যমে এ সরকারকে বিদায় করবে: হাসান সরকার
আজ সোমবার সকাল ১১টায় নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, দেলোয়ার হোসেন, গাজীপুর : বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, মানুষ যে এখন রাজনৈকিত সচেতন গাজীপুর সিটি নির্বাচনে জনগণ তার প্রমান দিয়েছে। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রতি অবিচার করা হয়েছিল বলেই প্রতিবাদ স্বরূপ তার বৃদ্ধমাতা জায়েদা খাতুনকে জনগণ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছে। আর বিএনপির প্রতি সরকার যে জুলুম-অত্যাচার-নির্যাতন করেছে সুযোগ পেলেই জনগণ ভোটের মাধ্যমে এ সরকারকে সব জায়গা থেকেই বিদায় করবে। তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং গাজীপুর-২ সংসদীয় আসনকে দুই ভাগে বিভক্ত করার দাবি জানান।
আজ সোমবার সকাল ১১টায় নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ উপলক্ষে সদর মেট্রো থানা বিএনপি উর্যাপন কমিটির আহবায়ক আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে ও সদস্য সচিব ভিপি জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিরি ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম, সৈয়দ আকতারুজ্জামান, গাজীপুর পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল করিম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা আইনজীবী ফোরামের নেতা এডভোকেট মিজানুর রহমান, মহানগর বিএনপি নেতা বশির আহাম্মেদ বাচ্চু, হাসান জুন্নুরাইন সোহেল, শেখ মোহাম্মদ আলেক, আসাদুজ্জামান আসাদ, সাজ্জাদুর রহমান মামুন, মোস্তাফিজুর রহমান, দিপা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে নগরীর ৫টি পয়েন্টে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।