সমুদ্রের প্রায় সাড়ে আট কিলোমিটার গভীরে বসবাসকারী মাছের সন্ধান

এই মাছটির নাম দেয়া হয়েছে স্নেইলফিশ বা শামুকমাছ।

সমুদ্রের প্রায় সাড়ে আট কিলোমিটার গভীরে বসবাসকারী মাছের সন্ধান
সমুদ্রের প্রায় সাড়ে আট কিলোমিটার গভীরে বসবাসকারী মাছের সন্ধান

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : মাছের বাস পানিতে আমরা সবাই জানি। কিন্তু পানির কত গভীরে পর্যন্ত মাছের বসবাস! বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করেছেন, করছেন। তারা পানির সবচেয়ে গভীরে বসবাসকারী একটি মাছকে শনাক্ত করেছেন। এই মাছটির নাম দেয়া হয়েছে স্নেইলফিশ বা শামুকমাছ। জাপানের কাছে  পশ্চিম অস্ট্রেলিয়া এবং টোকিওর মধ্যবর্তী অঞ্চলে পানির ৮ হাজার ৩৩৬ মিটার গভীরে পাওয়া গেছে এর সন্ধান। এর অর্থ প্রায় সাড়ে আট কিলোমিটার গভীরে বসবাস করে ওই মাছটি। এর আগে এত গভীরে বসবাস করা কোনো মাছের তথ্য নেই। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। মাছটির জেনেরিক নাম সিউডেলিপ্যারিস। গত বছরে সমুদ্রের ওই অঞ্চলে অনুসন্ধান কাজ শুরু হয়। প্রথম শামুকমাছের ভিডিও ধারণ করার পর বিজ্ঞানীরা সিউডোলিপ্যারিস বেলায়েভি প্রজাতির আরও দুটি শামুকমাছের সন্ধান পান। অনুসন্ধানকারী দল বলছেন, আট কিলোমিটারেরও বেশি গভীরে থাকা এটাই প্রথম কোনো মাছের তথ্য। এই গবেষণায় অংশ নিয়েছেন মিন্ডারু-ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ডিপ সি রিসার্স সেন্টার এবং টোকিও ইউনিভার্সিটি অব মেরিন সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীরা।