জুলকারনাইন সায়েরের ভাইয়ের ওপর হামলার তদন্ত চায় যুক্তরাষ্ট্র
গত সপ্তাহে মিরপুরে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন মাহিনুর।
প্রথম নিউজ, অনলাইন : বাংলাদেশি বংশোদ্ভূত বৃটেন ভিত্তিক সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের ওপর বর্বরোচিত হামলার ঘটনার আদ্যপান্ত তদন্ত চায় যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মিরপুরে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন মাহিনুর। এক বিবৃতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার বলেন, বৃটেন ভিত্তিক সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের ওপর হামলার বিষয়ে আমরা অবগত। আমরা মিস্টার খানের দ্রুত আরোগ্য কামনা করি এবং আমরা আশা করি ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: