স্বল্প মূল্যে ইলিশ বিক্রি করবে বিএফডিসি
প্রথম নিউজ, অনলাইন: বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় দাম এখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে। চাহিদা ও উচ্চমূল্য বিবেচনায় হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
আজ রবিবার দুপুরে ইলিশ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ‘ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রয়’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন তিনি।
দুপুর দেড়টায় কারওয়ান বাজারের বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ভবনে এ কার্যক্রম উদ্বোধন করা হবে। ইলিশ মাছ বিপণন কর্মসূচি বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। এই কার্যক্রমের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘স্বাদে-গন্ধে অতুলনীয়, ইলিশ কিনে হোন ধন্য’। বাজারে ইলিশ মাছের সরবরাহ বাড়াতে বিএফডিসি হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে।