সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে পিটার হাসের ইফতার

ইফতারের আগে শিশুদের কেউ কেউ চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করে, গজল পরিবেশন করে, বক্তব্য দিয়ে সবাইকে মুগ্ধ করে।

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে পিটার হাসের ইফতার
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে পিটার হাসের ইফতার

প্রথম নিউজ অনলাইন: সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার রাজধানী বাড্ডার ফাতেমা'স ডেলে এক ব্যতিক্রমী ইফতারের আয়োজন করে মার্কিন দূতাবাস। ধর্মীয় স্বাধীনতার প্রচার করতে এবং বৈচিত্র‍্য , ন্যায্যতা এবং অন্তর্ভুক্তিকে এগিয়ে নিতে মার্কিন সরকারের প্রতিশ্রুতি প্রদর্শন করতেই দূতাবাস এমন আয়োজন করে। ইফতারের আগে শিশুদের কেউ কেউ চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করে, গজল পরিবেশন করে, বক্তব্য দিয়ে সবাইকে মুগ্ধ করে। নিজ বক্তব্যে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, আমি এখানে সব বাচ্চাদের সাথে কথা বলেছি। একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করলাম তোমরা কি শিখো? সে জবাব দিলো, নেতৃত্ব। আমরাতো এটাই চাই।

রাষ্ট্রদূত হাস ছাড়াও ইফতারে অংশ নেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-র ডেপুটি মিশন ডিরেক্টর রেন্ডি আলী। তিনি মানবজমিনকে বলেন, এমন একটি অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। বাচ্চারা কেউ সাংবাদিক, কেউ আইনজীবী, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হতে চায় বলে আমাকে জানিয়েছে। তাদের বড় বড় স্বপ্নের কথা জেনে ভালো লাগছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লা-ফেইভ, পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক কর্মকর্তা শন ম্যাকিনটোশ, কালচারাল অ্যাফেয়ার্সবিষয়ক কর্মকর্তা শারলিনা হুসেইন মরগ্যান ছাড়াও ইফতারে উপস্থিত ছিলেন অবিন্তা কবির ফাউন্ডেশনের উদ্যোক্তা রুবা আহমেদ, জাভেদ হায়দার, ফাতেমা জহির সহ গণমাধ্যমের প্রতিনিধিরা। উল্লেখ্য, রাজধানীর বাড্ডা এলাকার ৫০ জন এবং অবিন্তা কবির ফাউন্ডেশনের ৩০ জন শিক্ষার্থী উক্ত ইফতারে অংশ নেন। সাথে তাদের শিক্ষকরাও ছিলেন। উক্ত শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তাদের সহযোগিতা করে থাকে ইউএসএআইডি।