সাংবাদিক নাদিম হত্যা: পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বাবুসহ গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন মেয়াদে রিমান্ড রয়েছেন। বাবু রয়েছেন পাঁচদিনের রিমান্ডে।
প্রথম নিউজ, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে কামাল উদ্দিন আহমেদ সাংবাদিক নাদিমের গ্রামের বাড়ি নিলক্ষিয়া ইউনিয়নের গুমেরচরে যান। সেখানে নাদিমের কবরের পাশে দাঁড়িয়ে কিছুসময় নীরবতা পালন করেন। পরে নাদিমের বাবা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন তিনি।
এসময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যায় যারা জড়িত তাদের বিচার কার্যক্রম চলমান। আসামিদের ধরার ক্ষেত্রে সফলতার পরিমাণ অনেক বেশি। ভাইরাল হওয়া সিসিটিভির ফুটেজে অনেক কিছুই সুস্পষ্ট। সেই সিসিটিভির ঘটনা থেকে পরবর্তীতে বক্তব্যগুলো সুস্পষ্ট ও ইতিবাচক। সেই ইতিবাচকতার ধারাবাহিকতায় আমি বিশ্বাস করি এখানে বিলম্ব হওয়ার মতো বা অস্বস্তিতে থাকার মতো কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘আইনমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, অবশ্যই এটার বিচার হবে এবং এটার বিচারের জন্য তিনি নিজস্বভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা জাতীয় মানবাধিকার কমিশন থেকে সোচ্চার ছিলাম এবং সোচ্চার থাকবো। এমনকি বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত আমরা এই শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে রয়েছি।’
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজের জেলা প্রতিনিধি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাংবাদিক নাদিম জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছিলেন।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বাবুসহ গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন মেয়াদে রিমান্ড রয়েছেন। বাবু রয়েছেন পাঁচদিনের রিমান্ডে।