সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের পদাবনতি

গতকাল বুধবার বিএনপির দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের পদাবনতি
আ ন ম এহসানুল হক মিলন

প্রথম নিউজ, ঢাকা:  আ ন ম এহসানুল হক মিলনকে বিএনপির আন্তর্জাতিক  বিষয়ক সম্পাদক থেকে নির্বাহী সদস্য করা হয়েছে। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন।  গতকাল বুধবার বিএনপির দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। দলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, এহসানুল হক মিলন দীর্ঘদিন ধরে দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ আসন থেকে মনোনয়নবঞ্চিত হন। এরপর থেকেই দলের হাইকমান্ডের সাথে তার দুরত্ব সৃস্টি হয় বলে জানা গেছে।

এরআগে গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্বব আহমেদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হককে জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom