স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

 স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি
 স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

প্রথম নিউজ, ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় স্পিকারের সংসদের কার্যালয়ে বৈঠকে বসেন তারা। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত না থাকলেও নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বৈঠকে অংশ নিয়েছেন।

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে তারা বৈঠকে মিলিত হয়েছেন।

এর আগে ইসি সচিব জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এ বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমরা সংসদ সচিবালয় থেকে সময় পেয়েছি। মঙ্গলবার দুপুর ২টায় স্পিকারের সঙ্গে সিইসি সাক্ষাৎ করবেন। সাক্ষাতে বিস্তারিত আলোচনার পর জানানো হবে।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: