সুনামগঞ্জ সীমান্ত থেকে অপহৃত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উদ্ধার, ৫ অপহরণকারী গ্রেপ্তার

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা, সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত ও রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল।

সুনামগঞ্জ সীমান্ত থেকে অপহৃত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উদ্ধার, ৫ অপহরণকারী গ্রেপ্তার

প্রথম নিউজ, সুনামগঞ্জ: প্রায় এক মাস আগে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে অপহরণ করা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে। অপহরণের পর তাকে নিয়ে যাওয়া হয় ভারতের মেঘালয় পাহাড়ে। সেখান থেকে অপহরণকারীরা ভারতীয় সিম দিয়ে কোটি টাকা মুক্তিপণ চেয়ে হিমেলকে নির্যাতনের ভিডিও ফুটেজ পাঠাতো মায়ের কাছে। পরে হিমেলের মা বিষয়টি ডিবি, র্যাব পুলিশকে জানায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী গোপনে অভিযানে নামে এবং বিষয়টি ভারতীয় মেঘালয় রাজ্যের পুলিশকে অবগত করে। পরে ভারতীয় পুলিশ মেঘালয় পাহাড়ে অভিযান চালিয়ে এর সঙ্গে জড়িত ভারতীয় এক অপহরণকারীকে আটক করে। এদিকে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূলহোতা সহ ৫ জনকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় অপহৃত শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে উদ্ধার করে র‍্যাব সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা, সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত ও রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল।  রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।

আ ন ম ইমরান খান জানান, প্রায় এক মাস আগে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে অপহরণ করা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে। অপহরণের পর তাকে নিয়ে যাওয়া হয় ভারতের মেঘালয়ে। এর পর থেকে খোঁজাখুঁজি শুরু করে আইনশৃঙ্খলাবাহিনী। দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবশেষে অপহরণ চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এছাড়া তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি।