সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫
সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন
প্রথম নিউজ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সৈয়দপুর ঈশানকোণা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৈয়দপুর ঈশানকোণা গ্রামের সৈয়দ আলমগীর মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের সৈয়দ হোসাইনের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুলিবদ্ধ হন সৈয়দ জামাল (৪৫), সৈয়দ গফর আহমেদ শিপু (২৮), সৈয়দ সেলু মিয়া (৫৫), সৈয়দ হোাসাইন মিয়া (৩০), সৈয়দ আনহার মিয়া (৬০), সৈয়দ আমিন মিয়া (৬৫)।
পরবর্তীতে রাত ১০টার দিকে আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই কর্তব্যরত চিকিৎসক আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ জামাল মিয়া মারা যান। এ ঘটনায় আহত বাকি সবাই চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উভয়পক্ষ পরস্পরের আত্মীয়। আধিপত্য নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। নিহতদের মামলা দায়ের করার জন্য বলা হয়েছে। তবে এখনো মামলা হয়নি।