সুনামগঞ্জে দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত, আহত ১০

সুনামগঞ্জে দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত, আহত ১০

প্রথম নিউজ, সুনামগঞ্জ : সুনামগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের গোলাগুলিতে দুলাল মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুপক্ষের আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গুরুতর আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

বুধবার (২৫ অক্টোবর) সকালে জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের বাঁধের ওপর এ সংঘর্ষে হয়। নিহত দুলাল মিয়া দিরাইয়ের জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের আলীম উদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগদল ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন রশীদ। 

স্থানীয় সূত্রে জানা যায়, আরজু খাঁন ও ফিরোজের মধ্যে জমিজামা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। বুধবার সকালের দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এরপর উভয়পক্ষের লোকজনই বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দুইপক্ষের গোলাগুলিতে গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। 

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন।