সন্তান হত্যায় মাসহ দুজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন  

সন্তান হত্যায় মাসহ দুজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন  

প্রথম নিউজ, চাঁদপুর: চাঁদপুরে আরিফ হোসেন ওরফে আরিফ খান (২৭) নামের এক যুবককে হত্যার দায়ে মাসহ দুইজনের মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ ফারহানা ইয়াছমিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁদপুরের হাইমচর উপজেলার মৃত দক্ষিণ আলগী মাসুম খান বাড়ির মিজানুর রহমান খানের স্ত্রী ও আরিফের মা খুকি বেগম (৫০) এবং ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া গাজী বাড়ির গণি গাজীর ছেলে জয়নাল গাজী (২৪)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার উত্তর বিষকাটালি গ্রামের মোল্লা বাড়ির বিল্লাল মোল্লার ছেলে মাহবুব মোল্লা (২৭) এবং হোসেন মোল্লার ছেলে ইউছুফ মোল্লা (২৭)।