সৌদি-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

সুদানে রক্তক্ষয়ী লড়াই বন্ধে ৭ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দেশটির সেনা ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ

সৌদি-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

প্রথম নিউজ, ডেস্ক : সুদানে রক্তক্ষয়ী লড়াই বন্ধে ৭ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দেশটির সেনা ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। সৌদি আরবের জেদ্দায় দীর্ঘ আলোচনার পর শনিবার একটি চুক্তিতে পৌঁছায় সুদানের যুদ্ধরত পক্ষগুলো। খবর আল জাজিরা'র।

আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী ও সশস্ত্র আরএসএফের লড়াই ৬ষ্ঠ সপ্তাহে গড়িয়েছে। রাজধানী খার্তুম ছাড়াও অন্যান্য শহরগুলোতেও ভারী লড়াই থেমে নেই দুইপক্ষের। শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বাস্তুচ্যুত ১০ লাখের বেশি মানুষ। ফলে দেশটিতে থাকা কূটনীতিক এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নিয়েছে বেশিরভাগ দেশ।


মানবিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের জেদ্দায় এক বৈঠক হয়। পরে সৌদি ও যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতিতে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।


এর আগেও একাধিকবার যুদ্ধবিরতিতে গেলেও কোনও পক্ষই মেনে চলেনি। পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যায়। ফলে ভেস্তে যায় যুদ্ধবিরতি। তবে এবারের চুক্তিটি মার্কিন-সৌদি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

চুক্তিতে মানবিক সহায়তার কার্যক্রম, প্রয়োজনীয় পরিষেবা পুনরুদ্ধার, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ স্থান থেকে বাহিনী প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উভয়পক্ষকে চুক্তি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।


রাজনৈতিক অস্থিতিশীলতার দারিদ্র্যপীড়িত দেশটিতে ১৫ এপ্রিল সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়।

২০২১ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের পর থেকে জেনারেলদের একটি কাউন্সিল সুদান পরিচালনা করছে। মূলত কাউন্সিলের শীর্ষ দুই সামরিক নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং জেনারেল মোহামেদ হামদান দাগালোর মধ্যে বিরোধ তৈরি হয়। জেনারেল আল-বুরহান সুদানের সশস্ত্র বাহিনীর প্রধান। সে কারণে তিনিই দেশটির প্রেসিডেন্ট। অন্যদিকে দেশটির উপ-নেতা জেনারেল মোহামেদ হামদান দাগালো আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের কমান্ডার।