সৌদিপ্রবাসীসহ ৪ জনকে ছুরিকাঘাত, রিয়াল ও সোনা ছিনতাই
আজ বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, অনলাইন: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রামে যাওয়ার পথে সৌদিপ্রবাসীসহ চারজনকে ছুরিকাঘাত করে তাঁদের কাছ থেকে ১৮ হাজার সৌদি রিয়াল (প্রায় সাড়ে ৫ লাখ টাকা) ও ৩ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোররাত সাড়ে চারটার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত সৌদিপ্রবাসী আনোয়ার হোসেন (২৮), তাঁর ছোট বোন নুসরাত জাহান (২০), বড় বোন জান্নাতুল নাঈম (৩৫) ও তাঁর স্বামী আবু তাহেরকে (৪৫) ঢাকার দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জান্নাতুল নাঈম আরও বলেন, মাইক্রোবাসটি ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় পৌঁছালে আরেকটি মাইক্রোবাস তাঁদের পথরোধ করে। মাইক্রোবাস থেকে ছয়–সাতজন নেমে নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে স্বর্ণালংকারসহ সব কিছু বের করে দিতে বলে। রাজি না হওয়ায় আনোয়ারসহ চারজনকে এলোপাতাড়ি ছুরি মেরে ১৮ হাজার সৌদি রিয়াল ও তিন ভরি সোনার গয়না নিয়ে যায় তারা।
আজ বিকেলে এ বিষয়ে যোগাযোগ করা হলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার করে তাদের কাছ থেকে অর্থ ও সোনা উদ্ধারের চেষ্টা চলছে।