সেতু ভেঙে টঙ্গীবাড়ী-মাওয়া যোগাযোগ বন্ধ

এতে আহত হয়েছেন দুর্ঘটনা কবলিত ট্রাকের চালকসহ দুইজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সেতু ভেঙে টঙ্গীবাড়ী-মাওয়া যোগাযোগ বন্ধ

প্রথম নিউজ, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং ঘৌলতলী এলাকায় মালবোঝাই ট্রাক নিয়ে ভেঙে পড়েছে একটি বেইলি সেতু। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুর্ঘটনা কবলিত ট্রাকের চালকসহ দুইজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে সেতু ভেঙে পড়ায় টঙ্গীবাড়ী-মাওয়া আন্তঃজেলা সড়কে যানচলা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রীরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে লৌহজং থেকে টঙ্গীবাড়ীর অভিমুখে কাঠের মালামাল বোঝাই একটি ট্রাক ঘৌলতলী বেইলিসেতু অতিক্রম করছিলো। ট্রাকটি সেতুর মাঝামাঝি স্থানে পৌঁছালে বিকট শব্দে ট্রাকসহ ভেঙে পড়ে সেতুটি। এ সময় চালকসহ ২ জন সামান্য আহত অবস্থায় ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে দুর্ঘটনার সময় অন্যকোনো যানবাহন বা পথচারী সেতুতে ছিলো না।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল তায়াবির জানান, গাড়িচালকসহ দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুর্ঘটনার কবলিত ট্রাকটি ওই স্থানেই রয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom