সাতক্ষীরায় বাল্যবিয়েকে লাল কার্ড
আজ বৃহস্পতিবার সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় বাল্যবিয়ে না বলে লাল কার্ড প্রদর্শন করে শতাধিক শিক্ষার্থী।
ক্যাম্পেইনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা জেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, জেলা মহিলা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার করবী সুলতানা, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথি, বারসিকের সহকারী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, অসচেতনতাই বাল্যবিয়ের প্রধান কারণ। বহু বিবাহ, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, অপুষ্টি সবকিছুই বাল্যবিয়ের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। এজন্য বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। এরআগে ‘অসচেতনতাই বাল্যবিয়ের প্রধান কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews