সাতক্ষীরায় নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মী গ্রেপ্তার

মঙ্গলবার গভীর রাতে শ্যামনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

সাতক্ষীরায় নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রথম নিউজ, সাতক্ষীরা: নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি জামায়াতের ছয়জন, শ্যামনগরে দুইজন ও কলারোয়া ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুরের একটি মসজিদের পাশ থেকে এবং সোমবার রাত ১২টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ও বুড়িগোয়ালিনি নিজ বাড়ি থেকে এছাড়াও কলারোয়া উপজেলার পৌরসদরসহ ১২ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম(৬১), থানা বিএনপির সদস্যসচিব শফিকুল ইসলাম(৫০), নাসিরউদ্দিনের ছেলে শেখ আব্দুস সাত্তার (৫৩), বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪), সেহারা গ্রামের নিয়ামত আলীর ছেলে জামায়াত নেতা নিজামউদ্দিন গাজী (৪৯) ও একই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে জামায়াত নেতা রফিকুল ইসলাম (৫৫), গাবুরা ইউপি চেয়ারম্যান ও শ্যামনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম মাসুদুল আলম (৬০) ও বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম(৬২)। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান জানান, তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পৌর সদরসহ উপজেলার ১২টি ইউনিয়নে জামায়াত-বিএনপির ১৬ কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে থানায় একাধিক মামলা আছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত বিএনপি নেতা মাসুদুল আলম ও জামায়াত নেতা নজরুল ইসলামকে গত বছরের ৭ ডিসেম্বর থানা এলাকায় নাশকতা পরিকল্পনার মামলায় সোমবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।