স্টেডিয়ামের সামনে পুলিশের রেকারচাপায় স্কুলছাত্র নিহত
রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে পুলিশের রেকারের চাপায় মাহতাব আহমেদ তাসিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে পুলিশের রেকারের চাপায় মাহতাব আহমেদ তাসিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। তাসিন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কেরানীগঞ্জ শাখার দশম শ্রেণির ছাত্র।তার মোটরসাইকেলকে পুলিশের রেকারটি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সোয়া ৯টার দিকে স্টেডিয়াম গেটেরর সামনে দুর্ঘটনাটি ঘটে। এ সময় মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী নুর হোসেন জানান, রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন নম্বন গেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই শিক্ষার্থী। এসময় পুলিশের রেকারের চাপায় গুরুতর আহত হয় সে। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সংবাদ পেয়ে তাসিনের আত্মীয়-স্বজন ঢাকা মেডিকেলে আসেন। তাসিনের মা কাকলী আক্তার জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মনদগাঁও গ্রামে। বর্তমানে ওয়ারী স্ট্রিট বলধা গার্ডেনের সামনে একটি বাসায় ভাড়া থাকে। দুই ভাই এক বোনের মধ্যে তিসান ছিল ২য়। তিনি আরও বলেন, রাতে দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে তাসিনের মৃতদেহ দেখতে পাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, স্কুলছাত্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews