সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ড. মোশাররফকে
এ জন্য আজ মঙ্গলবার তার পাসপোর্ট নবায়ন করতে দেওয়া হয়েছে। এর আগে আদালতের মাধ্যমে গতকাল সোমবার তার পাসপোর্ট ফিরে পায় পরিবার।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এ জন্য আজ মঙ্গলবার তার পাসপোর্ট নবায়ন করতে দেওয়া হয়েছে। এর আগে আদালতের মাধ্যমে গতকাল সোমবার তার পাসপোর্ট ফিরে পায় পরিবার।
জানতে চাইলে ড. মোশাররফ’র প্রেসসচিব শাহ আক্তরুজ্জামান বলেন, ‘গত শুক্রবার গভীর রাতে বুকে ব্যথা নিয়ে ড. মোশাররফ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা দেখতে পান তিনি মাইল্ড স্ট্রোক করেছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।’ তবে, পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষা-নিরীক্ষায় ড. মোশাররফ’র ব্রেইনে একটা টিউমারের অস্তিত্ব পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে ড. মোশাররফ হোসেনের ভর্তির আগে সেখানে চিকিৎসাধীন ছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত শনিবার হাসপাতাল ত্যাগ করেন তিনি। তার আগে খালেদা জিয়ার সঙ্গে ড. মোশাররফ দীর্ঘক্ষণ কথা বলেন।