সাগর নন্দিনীর ইঞ্জিনকক্ষে ২৪ ঘণ্টা পর মিলল লাশ
প্রথম নিউজ, ঝালকাঠি : ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২ এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এক দিন পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম। তিনি জানান, রোববার দুপুরে জাহাজের ইঞ্জিনকক্ষ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তিনজন নিখোঁজ ছিলেন বলে দাবি স্বজনদের।
ঈদের দিন বৃহস্পতিবার সাগর নন্দিনী-২ ট্যাংকারটি ঝালকাঠির সুগন্ধা নদীর পাড়ে পদ্মা অয়েল কোম্পানির জন্য জ্বালানি তেল নিয়ে আসে। ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে সেটি নোঙ্গর করা ছিল রাজাপুর গ্রামের কাছে।
শনিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে হঠাৎ করেই ট্যাংকারটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে জাহাজের ৫ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জাহাজের মাস্টার রুহুল আমীন খান, সুপার ভাইজার মাসুদুজ্জামান বেলাল এবং সুকানীর সহযোগী আকরাম হোসেন নিখোঁজ রয়েছেন বলে স্বজনদের ভাষ্য। শনিবার থেকেই তাদের খেঁজে নদীর ধারে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা।