স্কুলব্যাগে ফেনসিডিল, দুই মাদক কারবারি আটক

আটকরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর গ্রামের শাহ আলম (৪৮) ও তাজুল ইসলাম ধনা (৩৮)।

স্কুলব্যাগে ফেনসিডিল, দুই মাদক কারবারি আটক

প্রথম নিউজ,ফেনী: ফেনীতে ৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের লালপোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর গ্রামের শাহ আলম (৪৮) ও তাজুল ইসলাম ধনা (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কয়েকজন মাদক কারবারি ফেনীর লালপোল এলাকায় মাদকসহ গাড়িতে ওঠার জন্য অবস্থান করছে। পরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে একটি স্কুলব্যাগ থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সুকৌশলে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে পাশের জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom