সাকিব-লিটনকে নিয়ে টেস্ট দল ঘোষণা
আইপিএলে সাকিবদের এনওসি ইস্যুতে টালমাতাল ছিল সবকিছু
প্রথম নিউজ, ডেস্ক : আইপিএলে সাকিবদের এনওসি ইস্যুতে টালমাতাল ছিল সবকিছু। তবে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছে বিসিবি। কেননা আইরিশদের বিপক্ষে এই টেস্ট দলে রয়েছেন সাকিব আল হাসান এবং লিটন দাস।
দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে নেই জাকির হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ এপ্রিল থেকে।
বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান, লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: