সাকিবের শূন্যতা নিয়ে যা বললেন হৃদয়

সাকিবের শূন্যতা নিয়ে যা বললেন হৃদয়

প্রথম নিউজ, খেলা ডেস্ক: সাকিব আল হাসান অবসর নেওয়ার পর আগামীকাল প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। টাইগারদের সামনে এখন এই অলরাউন্ডারকে ছাড়া মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। তাওহীদ হৃদয়ের আশা সাকিবের শুন্যতা দল ভালোভাবে পূরণ করতে পারবে।

আগামীকাল গোয়ালিয়রে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ সংবাদ সম্মেলনে সাকিবের না থাকা নিয়ে হৃদয় বলেন,  ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’

সাকিবের বিকল্প হিসেবে টি–টোয়েন্টি দলে আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে এ নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো…অবশ্যই উনি যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং–বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’