শাহবাগে সতর্ক অবস্থানে পুলিশ

 শাহবাগে সতর্ক অবস্থানে পুলিশ

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টা থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে পর্যাপ্ত সংখ্যক পুলিশের অবস্থান দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গণপরিবহন ও সাধারণ মানুষের উপস্থিতি কম।

সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতির সংস্কার এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করার কথা রয়েছে শিক্ষার্থীদের।